ওয়েব ডেস্ক: জানা যাচ্ছে চুপিসারে বাগদান ছেড়েছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি(Huma Qureshi)। পাত্র নাকি অভিনেত্রী বহু দিনের প্রেমিক এবং অভিনয় প্রশিক্ষক। বহুদিন ধরে হুমা এবং তার এই অভিনয় প্রশিক্ষক((Acting coach) রচিত সিংকে(Rumoured boyfriend Rachit Singh)নিয়ে প্রেমের গুঞ্জন উড়ে বেড়াচ্ছিল। যদিও কখনোই তারা এই সম্পর্কের কথা স্বীকার করেননি।
আরও পড়ুন:মঙ্গলবার ফের তলব অভিনেতা অঙ্কুশ হাজরাকে, কিন্তু কেন?
এখন শোনা যাচ্ছে এই তারকা যুগল চুপি চুপি বাগদান সম্পন্ন করেছেন। দুজনেরই ঘনিষ্ঠ একজন বন্ধু সর্বভারতীয় ইংরেজি দৈনিকে এই খবর নিশ্চিত করেছেন। এমনকি সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ছবি পোস্টও করেছেন। যেখানে রচিত এবং আমাকে কালো পোশাকে দেখা গিয়েছে।
অভিনয় প্রশিক্ষক রচিত সিংহের সঙ্গে নাকি সম্প্রতি হুমা আংটি বদল করেছেন।ছবিতে হুমার অনামিকায় হীরের আংটি দেখা গেছে।প্রসঙ্গত,রচিত সিংহ একজন নামকরা অভিনয় প্রশিক্ষক। রচিত সিং ওয়ার্কশপ নামে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। এই ওয়ার্কশপের মাধ্যমে ১০০টিরও বেশি কর্মশালা পরিচালনা করেছেন রচিত। তার কর্মশালায় অংশ নিয়েছেন—গুলশন দেবাইয়া, ইমাদ শাহ, কুণাল কাপুর, পূজা হেগডে, হর্ষবর্ধন রানে, অমৃতা সুবাস, সহানা গোস্বামী, অহনা কুমারা, রণবীর সিং, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, অনুশকা শর্মা, অনীত পড্ডা, শানায়া কাপুরের মতো অভিনয়শিল্পীরা।
দেখুন অন্য খবর: